ডাকের সাবেক ডিজিসহ দু’জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডাকের সাবেক ডিজিসহ দু’জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

ডাক বিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখরের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চিঠি পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখায় (এসবি) ।  

ডাক বিভাগের এই ডিজির বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য তার দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখায় (এসবি) চিঠি দিয়েছে দুদক।

আজ মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুদুকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সালাহউদ্দিনের স্বাক্ষরিত চিঠি পুলিশের কাছে পাঠানো হয়েছে।

সুধাংশু শেখরসহ ডাক অধিদপ্তরের পরিদর্শক রাবেয়া খাতুনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চেয়েছে দুদক।

আরও পড়ুন: 


‘ম্যারাডোনা আহত হয়ে তিন দিন অবহেলায় পড়েছিলেন’

দাঁতের পাথর থেকে মুক্তি পেতে যা করবেন

মুসলিম বিশ্বের ইতিহাস-ঐতিহ্য বহনকারী সব ভাস্কর্য


এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ডাক বিভাগের বেশকিছু প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া সুধাংশু শেখর দেশ ত্যাগ করতে পারেন।  

দেশ ত্যাগ করলে দুদকের অনুসন্ধানে সমস্যা হতে পারে।

এজন্য চিঠি পাঠানো হয়েছে। ডাকের সাবেক ডিজির পাশাপাশি সংস্থাটির অধিদপ্তরের পরিদর্শক রাবেয়া খাতুনের জন্য বিরুদ্ধেও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার জন্য বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) চিঠি পাঠানো হয়েছে।

news24bd.tv কামরুল