করোনা মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি কেবল মুখেই, নেই পর্যাপ্ত আইসিইউ

করোনা মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি কেবল মুখেই, নেই পর্যাপ্ত আইসিইউ

রিশাদ হাসান

মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হাসপাতালগুলোতে প্রায় পাঁচ গুন বেড়েছে আইসিইউ বেডের সংখ্যা। তবে সংখ্যার হিসেবে মাত্র ৫৬৬টি। স্বাস্থ্য অধিদপ্তর পর্যায়ক্রমে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানোর কথা বললেও কোভিড জাতীয় কমিটির সদস্যরা দিচ্ছেন দক্ষ জনবল বৃদ্ধির পরামর্শ।

মার্চ মাসে দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে মাস্ক, পিপিইসহ নানা বিষয় নিয়ে একের পর এক প্রশ্নের সম্মুখিন হতে থাকে স্বাস্থ্য অধিদপ্তর।

তবে সবচেয়ে বেশী জটিলতায় পড়তে হয় হাসপাতাল গুলোর আইসিইউ নিয়ে।

news24bd.tv

স্বাস্থ্য অধিদপ্তরের এপ্রিল ও নভেম্বর মাসের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এপ্রিলে ঢাকা মহানগরীর আইসিইউ ছিল ১১টি, চট্টগ্রামে ১০টি ও সারাদেশে মোট আইসিইউ ছিল মাত্র ১৪৮টি। নভেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা দাড়ায় ঢাকায় ৩১৬টি, চট্টগ্রামে ৩৯টি ও সারাদেশে মোট ৫৬৬টি।

news24bd.tv

ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সারা দেশেই শুধু মাত্র আইসিইউ রয়েছে ২১১টি।

অর্থ্যাৎ এপ্রিলের চেয়ে আইসিইউ সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ গুন। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই সংখ্যাও পর্যাপ্ত নয়।


আরও পড়ুন: শান্তি চুক্তির ২৩ বছর আজ, বদলে গেছে পাহাড়িদের জীবন যাত্রা


জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী জানান, কিছু সংখ্যক চিকিৎসা সামগ্রী বাড়ানো হলেও নেই পর্যাপ্ত আইসিইউ। দ্বিতীয় দফায় করোনা আরও বৃদ্ধি পেলে সামাল দেয়া কঠিন হবে।  

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. ফরিদ হোসেন মিয়া বলছেন, সারা দেশের উপজেলা পর্যায়েও আইসিইউ প্রস্তুত করার কাজ অব্যাহত রয়েছে।

কোভিড জাতীয় কমিটির সদস্য ডা. আজীজ বলছেন, আইসিইউ প্রস্তুতকরণের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করাটাও বড় চ্যালেঞ্জ।

news24bd.tv আহমেদ