ভারত থেকে চাল আমদানি শুরু করছে চীন

ভারত থেকে চাল আমদানি শুরু করছে চীন

অনলাইন ডেস্ক

সীমান্ত নিয়ে বৈরিতা সত্যেও প্রতিবেশী ভারত থেকে চাল আমদানি শুরু করেছে চীন। সরবরাহের ঘাটতির মধ্যে ভারত থেকে মূল্য ছাড়ের প্রস্তাব পেয়ে চীন এ পদক্ষেপ নিয়েছে বলে ভারতীয় শিল্প খাতের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

ভারত বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারী দেশ আর চীন বৃহত্তম আমদানিকারক। বেইজিং প্রতি বছর প্রায় ৪০ লাখ টন চাল আমদানি করে।

মানের সমস্যা উল্লেখ করে এত দিন ভারত থেকে চাল কেনা এড়িয়েছে চীন।

আরও পড়ুন: 


প্রেমের বিয়ের ৭ মাস পর স্ত্রীকে হত্যার অভিযোগ

শ্রীলেখার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বন্ধুত্বের ডাক!


কিন্তু হিমালয় অঞ্চলে সীমান্ত বিরোধ নিয়ে দুদেশের মধ্যে বিরাজমান তীব্র উত্তেজনার মধ্যেই তিন দশকের মধ্যে প্রথমবারের মতো ভারত থেকে চাল কিনতে শুরু করল চীন।

ভারতের চাল রপ্তানিকারক সমিতির সভাপতি বি. ভি. কৃষ্ণা রাও বলেন, ‘এই প্রথম চাল কিনল চীন। ভারতীয় ফসলের মান দেখার পর সম্ভবত আগামী বছর থেকে তারা আরো বেশি কিনবে।

ভারতের শিল্প খাতের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় ব্যবসায়ীরা ডিসেম্বর-ফেব্রুয়ারি সময়কালে টন প্রতি প্রায় ৩০০ ডলার মূল্যে এক লাখ টন ভাঙা চাল রপ্তানি করার চুক্তি করেছে।

news24bd.tv কামরুল