গভীর রাতে স্বামীকে কুপিয়ে হত্যা: স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

গভীর রাতে স্বামীকে কুপিয়ে হত্যা: স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

দিলীপ কুমার মন্ডল, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার রায়ে স্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থ অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় আসামির উপস্থিতিতে ঘোষণা করেছেন।

সাজাপ্রাপ্ত আসামি রোজিনা আক্তারকে রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ফতুল্লার চিতাশালের নুরবাগ এলাকার নিহত সিরাজুল ইসলামের স্ত্রী।

কুকুরের সঙ্গে খেলে পায়ের দুই হাড় ভেঙে বিপাকে বাইডেন

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, মামলার বাদী শফিকুল ইসলাম ও তার ছোট ভাই সিরাজুল ইসলাম পরিবার নিয়ে এক সঙ্গে বসবাস করে রাজধানীর জুরাইন এলাকায় কাচা মালের ব্যবসা করেন। ২০০৩ সালের ২৪ অক্টোবর রাত ৩ টার সময় সিরাজুল ইসলামকে তার স্ত্রী রোজিনা আক্তার পারিবারিক কলহের জের ধরে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় দায়ের করা মামলায় রোজিনাকে উল্লেখিত সাজা দেওয়া হয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর