‘২৩ বছরেও সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে পারেনি’

‘২৩ বছরেও সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে পারেনি’

ফাতেমা জান্নাত মুমু, চট্টগ্রাম

দীর্ঘ ২৩ বছরেও সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে পারেনি বলেন মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ঊষাতন তালুকদার। তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলেও উগ্রবাদীদের ষড়যন্ত্রের কারণে চুক্তি বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো ঝুলে আছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন হচ্ছে না।

এখনো তিন পার্বত্য জেলা পরিষদগুলোতে ভূমি বিভাগ হস্তান্তর করা হয়নি। যার কারণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা তাদের অধিকারও ফিরে পায়নি। তাই পাহাড়ে সংঘাত থামছে না। ষড়ন্ত্রকারীদের পথভ্রষ্ট না হয়ে সরকার চুক্তি বাস্তবায়ন করলে পাহাড়ে অবশ্যই শান্তি ফিরে আসবে।

বুধবার সকালে রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখা উদ্যোগে
আয়োজিত শান্তি চুক্তির ২৩তম বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির
সহসভাপতি ঊষাতন তালুকদার এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য সৌখিন চাকমার সভাপতিত্বে এতে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী
ফোরামের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমা, অ্যডভোকেট সুষ্মিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক
সম্পাদক ভানু মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জগদীশ চাকমা বক্তব্য দেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ঊষাতন তালুকদার।

আরও বলেন, চুক্তির পর শান্তিবাহিনী অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ২৩বছর অতিবাহিত হচ্ছে।

কিন্তু এখন কোনো সশস্ত্র গ্রুপ চাঁদাবাজী করছে। তাদের চিহ্নিত করে প্রতিহতো করার দায়ীত্ব প্রশাসনের। জেএসএসের নয়।

আরও পড়ুন: ‘তুরস্কে বঙ্গবন্ধুর, ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপিত হবে’

তিনি বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের সাথে জেএসএসকে তুলনা করবে না। পাহাড়ের মানুষ সহজ-সরল। তারা তাদের অধিকার ফিরে পেতে চায়। পাহাড়ের মানুষ রক্তপাত চায় না। চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ে এখনো অশান্তি বিরাজ করছে। পাহাড় বাসির সাথে দূরুত্ব সৃষ্টি না করে সরকারকে চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর