জার্মানিতে লকডাউনের সময় বাড়ছে, বিপাকে প্রবাসীরা

জার্মানিতে লকডাউনের সময় বাড়ছে, বিপাকে প্রবাসীরা

আশরাফুল হক আকাশ, জার্মানি

জার্মানিতে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় নভেম্বরে দেয়া আংশিক লকডাউন ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নিয়েছে জার্মান সরকার। এ অবস্থায় বিপাকে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। এরইমধ্যে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯২ হাজারেরও বেশি, মারা গেছেন ১৭ হাজার ৫’শর বেশি মানুষ।

জার্মানিতে দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়ায় এরইমধ্যে লকডাউনের সময়সীমা বাড়িয়েছে এঙ্গেলা মারকেল সরকার।

যার ফলে লকডাউনের আওতায় বন্ধ থাকা হোটেল, রেস্টুরেন্টে, বার, এবং বিনোদন কেন্দ্রগুলো বরাবরের মতই বন্ধ থাকবে জার্মানিতে। কড়াকড়ি নেয়া হয়েছে করোনার বিধিনিয়মেও। এই অবস্থায় চিন্তিত প্রবাসীরা।

তারা বলছেন, এমনিতেই করোনায় নাজেহাল অবস্থা আয় উপার্জনের।

এর মধ্যে আবার লকডাউন। আয় কমে গিয়েছে কয়েকগুন।


আরও পড়ুন: ‘ইরানকে আগে পরমাণু সমঝোতা বাস্তবায়নে ফিরতে হবে’


এদিকে টিকা প্রদান শুরু না করা পর্যন্ত করোনাভাইরাস থেকে বাঁচার কোন উপায় দেখছেন না স্থানীয়রা। তবে লকডাউনের সময় বাড়ানোয় আসন্ন বড়দিনসহ নতুন বছর উদযাপন ভালভাবে সম্পন্ন করা যাবে বলে আশা করছেন জার্মান নাগরিকদের।  

জার্মানরা বলছেন, আমার মতে লকডাউনের সময় বাড়ানোটা যৌক্তিক। তাই যতদিন টিকা না আসে ততদিন সুরক্ষাবিধি মেনে চলতে হবে সবাইকে। তাছাড়া বড়দিন পালন করা পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত সঠিক বলে মনে করছি।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝিতেই করোনার প্রতিষেধক প্রদান শুরু করার কথা ভাবছে প্রশাসন।

news24bd.tv আহমেদ