২০১৫ থেকে ২০ সাল এ যাবৎকালের উষ্ণতম বছর

২০১৫ থেকে ২০ সাল এ যাবৎকালের উষ্ণতম বছর

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের ইতিহাসে রেকর্ড তিনটি উষ্ণতম বছরের একটি হতে চলেছে ২০২০ সাল। বুধবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার স্টেট অব দ্যা গ্লোবাল ক্লাইমেট ২০২০ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ১৮৫০ সাল থেকে আবহাওয়ার আধুনিক রেকর্ড সংগ্রহ শুরুর পর ২০১৫ থেকে ২০২০ সাল এই ছয় বছর উষ্ণতম সময়কাল হতে চলেছে। গেল ১০ বছরের গড় তাপমাত্রাও সবচেয়ে বেশি বলে রেকর্ড করা হয়েছে।

চলতি বছরের প্রচন্ড গরম অস্ট্রেলিয়া, সাইবেরিয়া ও যুক্তরাষ্ট্রে ব্যাপক দাবানলের কারণ হয়।

আরও পড়ুন: কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিশাল অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া এসব আগুনের ধোঁয়া বিশ্বজুড়ে মেঘের মতো স্তর তৈরি করে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় এজন্য মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকে দায়ী করেছেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর