যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রে আস্থা জাগানোর আশা

যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রে আস্থা জাগানোর আশা

আন্তর্জাতিক ডেস্ক

২০২১ এর মধ্যেই করোনা মোকাবিলায় আরও পর্যাপ্ত ভ্যাকসিনের ডোজ পাওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বে প্রথম আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়া টিকা ফাইজার।

ব্রিটেনে টিকাটির অনুমোদনের বিষয়টি মার্কিনিদের মনেও আস্থা যোগাবে বলে প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।

এদিকে, আগামী সপ্তাহের মধ্যেই ব্যাপক পরিসরে টিকা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

অন্যদিকে, করোনার ভুয়া টিকা বাজারের ছাড়া নিয়ে সতর্কতা জারি করেছে ইন্টারপোল।

আগামী সপ্তাহেই ব্রিটেনে সর্বসাধারণের জন্য প্রয়োগ শুরু করছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের করোনা ভ্যাকসিন। বিশ্বে প্রথম আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পর এবার ভবিষ্যতের নিরাপত্তার আশ্বাসও দিলো প্রতিষ্ঠানটি।

বুধবার ফাইজারের প্রধান কার্যনির্বাহী আলবার্ট বোরলা জানান, আগামী বছরের মধ্যেই করোনা মোকাবিলার জন্য আরও পর্যাপ্ত টিকার ডোজ নিয়ে প্রস্তুত থাকবেন তারা।

ব্রিটেনে ভ্যাকসিনটির চারটি ধাপে সরবরাহের প্রক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্কাই নিউজ।

বেলজিয়ামে উৎপাদিত ভ্যাকসিনটি ম্যানুফ্যাকচারিং, বাক্সগুলো হিমশীতল সংরক্ষণাগারে স্থানান্তর, সরবরাহের প্রস্তুতি, এবং সবশেষে বিতরণ বিষয়ে।

আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে অনুমোদনের প্রত্যাশা করছে ফাইজার। আর ব্রিটেনে অনুমোদনের ব্যাপারটি মার্কিনিদের মনে আরও আস্থা যোগাবে বলে প্রত্যাশা করছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা। ১৫ ডিসেম্বর নিউইয়র্কে প্রথম চালানে ১ লাখ ৭০ হাজার ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে বলে জানিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুওমো।

কবরস্থান থেকে চুরি হলো ৫ পুরুষ ও ২ নারীর লাশ

এদিকে, আগামী সপ্তাহেই রাশিয়ায় ব্যাপক পরিসরে টিকাদান কর্মসূচি শুরুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরইমধ্যে মস্কো এক লাখেরও বেশি মানুষকে করোনা টিকা দিয়েছে বলে জানিয়েছেন রুশ স্বাস্থমন্ত্রী মিখাইল মুরাশকো।

নিজ নাগরিকদের বিনামূল্যে করোনা টিকা বিতরণের জন্য বুধবার পার্লামেন্টে বিল পাস করেছে জাপান। এরইমধ্যে চীনের ৫ টি করোনা ভ্যাকসিন তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বলে জানিয়েছেন চীন ভাইস প্রিমিয়ার সান চুনলান।
অন্যদিকে, মুনাফা হাসিলের জন্য করোনার সংঘবদ্ধ অপরাধী চক্র ভুয়া টিকা বাজারে ছাড়তে পারে, এমনটাই সতর্কতা জারি করেছে ইন্টারপোল। ১৯৪টি সদস্য দেশে বৈশ্বিক সতর্কবার্তা পাঠিয়েছে সংস্থাটি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর