কারাগারে অন্ধ হয়ে গেছেন ভিন্ন মতাবলম্বী সৌদি আলেম

কারাগারে অন্ধ হয়ে গেছেন ভিন্ন মতাবলম্বী সৌদি আলেম

অনলাইন ডেস্ক

সৌদি আরবের খ্যাতিমান ভিন্ন মতাবলম্বী আলেম শেখ সালমান আল-কুদার ছেলে জানিয়েছেন যে, তার বাবা কারাগারে থাকা অবস্থায় প্রকৃতপক্ষে অন্ধ ও বধির হয়ে গেছে। সৌদি সরকারের পক্ষ থেকে তার ওপর প্রচণ্ড রকমের দমন-পীড়নের জন্য এই প্রখ্যাত আলেম কার্যত অচল হয়ে যেতে বসেছেন।

সৌদি আরবের বর্তমান যুবরাজ এবং কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান ক্ষমতাধর হয়ে ওঠার পর দেশটির গণতন্ত্রের জন্য আন্দোলনকারী, আলেম এবং বুদ্ধিজীবীদের ওপর দমনপীড়ন মারাত্মকভাবে বেড়েছে।

আরও পড়ুন: কবরস্থান থেকে চুরি হলো ৫ পুরুষ ও ২ নারীর লাশ

প্রিজনার্স অফ কন্সায়েন্স নামে সৌদি আরবের একটি মানবাধিকার সংগঠন তাদের টুইটার পেইজে আজ (বৃহস্পতিবার) বলেছে যে, কারারুদ্ধ আলেম শেখ সালমান আল-কুদা প্রায় তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলতে বসেছেন এবং তিনি দৃষ্টিশক্তি হারানোর কাছাকাছি।

৬৩ বছর বয়সী তার ছেলে আবদুল্লাহ আল-আওদা এসব তথ্য জানিয়েছেন।

বাবার মুক্তি নিশ্চিত করার জন্য শেখ সালমানের ছেলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর