মাশরাফীকে দলে নিতে ‘কাড়াকাড়ি’

আরিফুল ইসলাম

মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে নিতে আগ্রহী বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জায়ান্টরা। ইনজুরি থেকে সেরা ওঠা সাবেক টাইগার অধিনায়কের জন্য বিসিবির নিকট আবেদন করেছে জেমকন খুলনা, জানিয়েছেন দলটির ম্যানেজার নাফিস ইকবাল। একই আগ্রহ প্রকাশ করেছে ফরচুন বরিশালও।

হ্যামিস্ট্রিং ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফেরার অপেক্ষায় মাশরাফি।

সে অপেক্ষার অবসান হতে পারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে। উঁকি দিয়েছে সম্ভাবনা। সাবেক টাইগার কাপ্তানকে স্কোয়াডে নিতে আগ্রহী দলগুলো। আগ্রহ প্রকাশ করেছে জেমকন খুলনা।
সে ইচ্ছের কথা বিসিবির নিকট জানিয়েছে টেবিলের তিন নম্বরে থাকা দলটি। খুলনা ছাড়াও মাশরাফীর ব্যাপারে আগ্রহী ফরচুন বরিশাল।

তবে মাঠের লড়াইয়ে ফেরার আগে মাশরাফীকে ফিরে পেতে হবে ম্যাচ ফিটনেস। বিসিবি এবং মাশরাফীর আলোচনার উপর নির্ভর করছে খেলার বিষয়টি।

একাধিক দল একই সাথে আগ্রহ প্রকাশ করায় হতে পারে লটারি জানিয়েছে বিসিবি সূত্র। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী স্কোয়াডের কোনো ক্রিকেটারের ইনজুরির কারণে বদলি খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে দলগুলো। তবে মাশরাফীর ক্ষেত্র ব্যাতিক্রম রেখেছে বিসিবি। ইনজুরি সমস্যা না থাকলে এই পেসারকে দলে নেওয়া যাবে। ১৭জনের স্কোয়াড গড়েও আইনি জটিলতায় পরতে হবে না।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর