দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের খবর

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের খবর

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনায় আরো ২৪ জন মারা গেছে। এ পর্যন্ত প্রাণহানি ৬ হাজার ৭৭২ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা ১৫ হাজার ৪৩০টি। এর মধ্যে শনাক্ত ২ হাজার ২৫২ জন।

এ পর্যন্ত মোট শনাক্ত ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৭২ জন।

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ পর্যন্ত মোট সুস্থ ৩ লাখ ৯০ হাজার ৯৫১ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: 


সব জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি

২৭ বছরের পুরনো ভ্রূণ থেকে জন্মাল ফুটফুটে সন্তান!

‘শর্ত ছাড়াই পরমাণু সমঝোতায় আসতে হবে আমেরিকাকে’

বাসে ট্রাকের ধাক্কা, সকালেই প্রাণ গেল ৬ জনের


news24bd.tv কামরুল