পুলিশের প্রতি ভাস্কর্যয়বিরোধীদের ঢিল

পুলিশের প্রতি ভাস্কর্যয়বিরোধীদের ঢিল

নিজস্ব প্রতিবেদক

ভাস্কর্যবিরোধী মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। জুম্মার নামায শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে এক দল মুসুল্লি মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়লে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে।

 মতিঝিল জোনের এডিসি জানান, কোন প্রকার অনুমতি ছাড়াই পরিচয়হীন একটি দল নামায শেষে মিছিল নিয়ে বের হয়।

সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় তাদের বাধা দেয়া হয়। দলটি নামায শেষে শাহবাগের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশ তাদের ব্যরিকেড দেয়।  

অস্থিতিশীল পরিস্থিতি যাতে না হয় সে বিষয়ে আমরা সতর্ক ছিলাম। এই ঘটনায় সাধারণ পথচারীরা আহত হলেও কাউকে আটক করার বিষয় নিশ্চিত করতে পারেননি মহানগর পুলিশের এডিসি।

আরও পড়ুন: 


পিরামিডের সামনে 'আপত্তিকর' ফটোশুট, মডেল গ্রেপ্তার

সব জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি

২৭ বছরের পুরনো ভ্রূণ থেকে জন্মাল ফুটফুটে সন্তান!


news24bd.tv কামরুল