কাতারের আক্রমণে ৪-০তে পিছিয়ে গেল বাংলাদেশ

কাতারের আক্রমণে ৪-০তে পিছিয়ে গেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ম্যাচের আগে থেকেই বলা হচ্ছিল বাংলাদেশের লড়াইটা অসম প্রতিপক্ষের বিপক্ষে। প্রথমার্ধেই তার ঝলক দেখা গেলো।  

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে প্রথমার্ধে কাতারের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে গেছে জামাল ভূঁইয়ারা। দ্বিতীয়ার্ধের খেলায় তার ব্যবধান বাড়ল ৪-০তে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলছিল।

আশা ছিল অন্তত সাধ্য মতো লড়াই হবে বাংলাদেশ। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সফরকারীরা।

শুক্রবার দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে এই ম্যাচে দুই অভিজ্ঞ খেলোয়াড় ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ।

একাদশে নেই গোলকিপার আশরাফুল ইসলাম রানা ও স্ট্রাইকার নাবীব নেওয়া জীবন। তাদের জায়গায় তেকাঠির নিচে ছিলেন আনিসুর রহমান জিকো ও নম্বর নাইন হিসেবে মাহবুবুর রহমান সুফিল। তাতেও রোখা যায়নি কাতারকে। উল্টো
প্রথমার্ধের শুরু থেকে স্বাগতিকরা চেপে ধরে বাংলাদেশকে।

একের পর এক আক্রমণ গড়ে তটস্থ করে রাখে তপু-রিয়াদুলদের। মূলত খেলা হয়েছে বাংলাদেশ অর্ধেই। শারীরিক দিক দিয়ে শুধু নয়, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিয়েও যে তারা অনেক এগিয়ে, মাঠে তা আবারও প্রমাণিত।

হবে না কেন? ফিফা র‌্যাঙ্কিয়ে ১২৫ ব্যবধানে এগিয়ে থাকা দলটি শক্তিতে অনেক এগিয়ে। তাই আক্রমণ শাণিয়েছে ম্যাচের শুরু থেকে। তবে বাম দিক দিয়ে ফরোয়ার্ড আকরাম হাসান আফিফ ছিলেন অনন্য।

বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো,রহমত মিয়া,তপু বর্মণ,রিয়াদুল হাসান,বিশ্বনাথ ঘোষ,জামাল ভূঁইয়া,সোহেল রানা,বিপলু আহমেদ,সাদ উদ্দিন,মোহাম্মদ ইব্রাহিম ও মাহবুবুর রহমান সুফিল।

সম্পর্কিত খবর