‘আমরা বড় হতে থাকি অন্যকে ছোট করার অদ্ভুত শিক্ষা নিতে নিতে’

‘আমরা বড় হতে থাকি অন্যকে ছোট করার অদ্ভুত শিক্ষা নিতে নিতে’

আমিনুল ইসলাম

সত্যি বলতে কি, দেশে থাকতে বোধকরি আমি সেই অর্থে আমরা বাংলাদেশিরা কেমন, খুব একটা বুঝতে পারিনি। বিদেশে এসে ভালো ভাবে বুঝতে পারছি। দুই একটা উদাহরণ দেওয়া যাক।  

ধরুন আপনি একা একটা বাসায় থাকেন।

আপনার বাসায় কোনো বাংলাদেশি এসছে। বাসায় ঢুকেই বলবে - এমন একটা বাসায় একা থাকলে তো আমি দম বন্ধ হয়েই মরে যেতাম।

তখন আপনার কী করা উচিত?

আপনি যে এখনও দম বন্ধ হয়ে মরে যাচ্ছেন না; এই জন্য আনন্দিত হয়ে ৩২ দাঁত বের করে চমৎকার একটা হাসি দেওয়া ছাড়া তো আর কিছু করার নেই।

রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন।

হঠাৎ কোনো বাংলাদেশির সাথে দেখা হলো। একটা কথার পর দ্বিতীয় কথা বলার আগেই বলে বসবে 
-বিয়ে করছেন না কেন? কবে করবেন? এভাবে আর কতো দিন? এভাবে কি আর থাকা যায়?

তো, আপনার কী উত্তর দেয়া উচিত তখন? 

খুব দুঃখী দুঃখী চেহারার একটা ভাব নিয়ে বলতে হবে- হ্যাঁ, ঠিক'ই বলেছেন। এভাবে কি আর থাকা যায়। আহা, কতো কষ্ট ...... 
দৌড়ে বাস থেকে নামছেন। অমনি এক বাংলাদেশির সাথে দেখা। পরের কথাটাই হবে 
- গাড়ি কিনছেন না কেন? এই শহরের আপনার ছাত্রদেরও তো গাড়ি আছে। আর আপনি কিনা এভাবে দৌড়ে দৌড়ে বাসে উঠছেন! 

তো, আপনার তখন কি বলা উচিত? 
একটু হাসি, একটু কষ্ট এমন একটা ভাব নিয়ে দ্রুত কেটে পরার চেষ্টা করবেন।  

অথচ এদের কারো সাথেই হয়ত আপনার কোন বন্ধুত্বের সম্পর্ক নেই। নেই কোন ব্যক্তিগত সম্পর্ক। আসলে সেই অর্থে কোন সম্পর্ক'ই নেই। স্রেফ এক'ই শহরে থাকা। ছয় মাস- এক বছরে হয়ত একবার দেখা হয়।  

এইসব কথা আপনি কাদের সাথে বলবেন? যাদের সাথে আপনার একটা ভালো সম্পর্ক আছে। যাদের সঙ্গে আপনি আপনার একান্ত বিষয় গুলো ভাগাভাগি করেন। তাদের সঙ্গেই না আপনি এইসব বিষয় নিয়ে কথা বলবেন।  

তাছাড়া কেউ একজনের দুর্বলতা যখন আপনি জানেন; কোন দুঃখে সেটা আপনি তাকে মনে করিয়ে দেবেন? 

আমরা  বাংলাদেশিরা মনের আনন্দে সেটা করে বেড়াই। এতো বছর এই দেশে থাকি। আমার এই দেশি সহকর্মীরা আমাকে আজ পর্যন্ত জিজ্ঞেস করেনি- তুমি কার সাথে থাকো? তুমি কি একা? তোমার কি গাড়ি আছে ইত্যাদি।  

এর মানে কি ইউরোপীয়রা এইসব বিষয় নিয়ে আলোচনা করে না? অতি অবশ্য'ই করে। যার সাথে আপনার সে রকম সম্পর্ক আছে। যার সাথে আপনি নিজ থেকে এইসব বিষয় ভাগাভাগি করছেন কিংবা যাকে আপনি কাছের বন্ধু ভাবছেন; তাদের সাথে ওরাও আলোচনা করে। আর আমরা যে কারো সাথে এমন আলোচনা জুড়ে দেই! 

ধরুন আপনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তো অন্য একজন বাংলাদেশি এসে বলবে 
- আরে এইসব দেশে তো ডাক্তারের কাছে গেলেই হাসপাতালে ভর্তি করিয়ে দেয়! 

অর্থাৎ, আপনি যে হাসপাতালে ভর্তি হয়েছেন; সেটাও আর এমন কি!  
বিশ্বাস করুন, এইসব আমি হাজারো বার শুনেছি।  

আমার সব সময়'ই মনে হয়-  আমরা বাংলাদেশিরা ছোট থেকে বড় হতে থাকি অন্যকে ছোট করার এক অদ্ভুত শিক্ষা নিতে নিতে।

আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অস্ট্রিয়া। (ফেসবুক থেকে)

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর