‘৩৮২ বিলিয়ন ডলারের ঘাটতি মাথায় নিয়েও নাগরিকদের বাঁচাতে তৎপর কানাডা’

‘৩৮২ বিলিয়ন ডলারের ঘাটতি মাথায় নিয়েও নাগরিকদের বাঁচাতে তৎপর কানাডা’

শওগাত আলী সাগর

কোভিড মহামারীর ছোবল থেকে দেশের অর্থনীতি আর নাগরিকদের রক্ষা করতে জরুরি পদক্ষেপের পেছনে আরো ২৫ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে কানাডা। আগামী তিন বছরে ১০০ বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজও রয়েছে সরকারের ঘোষণায়।

গত সোমবার হাউজ অব কমন্সে সরকারের অর্থনৈতিক পরিকল্পনা উপস্থাপনের আগে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড যখন  সাংবাদিকদের মুখোমুখি হতে যান-অটোয়ায় তখন  প্রবল বৃষ্টি।

সেই বৃষ্টির ভেতর দিয়েই মাথার উপর শক্তভাবে ছাতাটা ধরে দৃঢ় পায়ে হেটে হেটে তিনি সংবাদ সম্মেলনের স্থলে পৌঁছান।

দ্যা কানাডীয়ান প্রেসের আলোকচিত্রী  জাস্টিন ট্যাঙ এর ক্যামেরায় ফ্রেমবন্দি হয়ে যায় ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের এই মুহূর্তটি।

আরও পড়ুন: বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান, ৭০ দিন পর বিয়ে!

বৃষ্টির ভেতর দিয়ে শক্ত হাতে ছাতা ধরে অর্থমন্ত্রীর হেটে যা্ওয়া’টা যেনো এই মুহূর্তের কানাডার সার্বিক পরিস্থিতিরই প্রতীক। প্রায় ৩৮২ বিলিয়ন ডলারের ঘাটতি মাথায় নিয়েও নাগরিকদের বাঁচাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের প্রণোদনামূলক ব্যয় করতে হচ্ছে সরকারকে। ছাতা মাথায় ক্রিষ্টিয়ার ছবিটা দেখে মনে হয়েছে দেশটাকে, দেশের মানুষকে বাঁচাতে শক্ত হাতে ছাতা ধরে রেখেছেন জাস্টিন ট্রুডোর অর্থমন্ত্রী ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ড।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুন দেশ (ফেসবুক থেকে)

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর