কিংসের উৎসবের দিন!

কিংসের উৎসবের দিন!

অনলাইন ডেস্ক

আজই শিরোপা উৎসবে মেতে উঠতে পারেন সাবিনা খাতুনরা। এফসি উত্তরবঙ্গের বিরুদ্ধে ম্যাচে নাসরিন একাডেমি পয়েন্ট হারালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বসুন্ধরা কিংসের।

বাংলাদেশের ফুটবলে দারুণ এক ইতিহাস গড়েছিল বসুন্ধরা কিংস। পেশাদার লিগে অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

এবার কিংসের মেয়েরাও অভিষেকেই চ্যাম্পিয়ন হওয়ার পথে ছুটে চলেছে। আজই শিরোপা উৎসবে মেতে উঠতে পারেন সাবিনা খাতুনরা। অবশ্য সে জন্য তাকিয়ে থাকতে হবে এফসি উত্তরবঙ্গ ও নাসরিন স্পোর্টস একাডেমির ম্যাচের দিকে। এ ম্যাচে নাসরিন একাডেমি পয়েন্ট হারালেই শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠবেন সাবিনা খাতুনরা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল জামালপুর কাচারিপাড়া একাদশের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। আগের লেগে এ দলের বিপক্ষে ১১-০ গোলে জয় পেয়েছিলেন সাবিনা খাতুনরা। এ দলের বিপক্ষে পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে মাহমুদা খাতুনের শিষ্যদের। অবশ্য আজ নাসরিন একাডেমি পয়েন্ট হারালে আর অপেক্ষায় থাকতে হবে না সাবিনা খাতুনদের। ১০ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নারী লিগে শীর্ষে আছে বসুন্ধরা কিংসের মেয়েরা। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ২-এ অবস্থান নাসরিন স্পোর্টস একাডেমির। লিগে মোট ১২টি করে ম্যাচ খেলবে দলগুলো। সে হিসাবে নাসরিন একাডেমি আজ পয়েন্ট হারালে হাতে থাকা ম্যাচ জিতলেও ৩০ পয়েন্ট সংগ্রহ করতে পারবে না।

বসুন্ধরা কিংসের মেয়েরা এবার লিগ জয়ের পাশাপাশি দারুণ একটা রেকর্ডও গড়তে পারে। এক মৌসুমে গোলের সেঞ্চুরি করার পথে রয়েছে দলটি। গত ১০ ম্যাচে সব মিলিয়ে ৯২ গোল করেছে তারা। আর মাত্র আটটি গোল করলেই সেঞ্চুরি হয়। আজই কি কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছে যাবেন সাবিনারা? বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন এবার লিগে ২৫ গোল করেছেন। সবার শীর্ষে আছেন তিনিই। তবে খুব একটা পিছিয়ে নেই কৃষ্ণা রানী সরকারও। তার ১৯ গোল। ১১ গোল করে বসুন্ধরা কিংসের মেয়ে তহুরা খাতুন আছেন ৩ নম্বরে।

দীর্ঘদিন পর নারী লিগ মাঠে গড়িয়েছে। বসুন্ধরা কিংস শক্তিশালী দল গঠন করেই লিগ জয়ের দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছিল। প্রতিটি ম্যাচ জিতে তারা সে লক্ষ্যেই ছুটে চলেছে। অন্য দলগুলোকে হেসেখেলেই হারিয়েছে। ৯২ গোল প্রতিপক্ষের জালে দিলেও নিজেদের গোলবার প্রায় অক্ষতই রাখে কিংসের মেয়েরা। ১০ ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে বসুন্ধরা কিংস।

 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর