নিলামে বিক্রি হলো জেমস বন্ড অভিনেতা শন কনারী ব্যবহৃত সেই পিস্তলটি

অনলাইন ডেস্ক

সর্বকালের সেরা জেমস বন্ড মুভিগুলোর অন্যতম অভিনেতা ছিলেন শন কনারী। এই একশন ধাঁচের সিনেমাগুলোর বেশকটিতেই একটি বিশেষ ছোট আকারের পিস্তল দেখানো হয়েছিলো।

ওয়াল্টার পিপি এই সেমি-অটোমেটিক পিস্তলটি এবার ২ লাখ ৫৬ হাজার ডলারে নিলামে বিক্রি হলো। বৃহস্পতিবার বেভারলি হিলসে জুলিয়েন’স অকশন হাউস এই নিলামের আয়োজন করে।

১৯৬২ সালে ’ডক্টর নো’ মুভিতে এই পিপিকে এর সবচেয়ে ছোট মডেলের এই পিস্তলটি প্রথম ব্যবহার করেন কনারী। ৬০ এর দশকের সেরা জেমস বন্ড মুভির অভিনেতা শন কনারী গেলো ৩১ অক্টোবর ৯০ বছর বয়সে মারা যান।

এছাড়াও জুলিয়েন অকশনে ‌টপ গান’ সিনেমায় টম ক্রুজের ব্যবহৃত একটি হেলমেট ১ লাখ ৮ হাজার ডলারে এবং ’পাল্প ফিকশন’ মুভিতে ব্রুস উইল ব্যবহৃত একটি তলোয়ার ৩৫ হাজার ২শো ডলারে বিক্রি হয়েছে।  

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর