দশ মাস হুতি বিদ্রোহীদের হাতে বন্দী থাকার পর মুক্ত হলেন পাঁচ বাংলাদেশি

দশ মাস হুতি বিদ্রোহীদের হাতে বন্দী থাকার পর মুক্ত হলেন পাঁচ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

প্রায় দশ মাস ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাতে বন্দী থাকার পর কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় মুক্ত হলেন পাঁচ বাংলাদেশি।  

তাঁরা হলেন রাউজান- চট্টগ্রামের মোহাম্মদ আবু তৈয়ব, মিরসরায়ের মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, এবং মোহাম্মদ আলমগীর।

আরও পড়ুন:


অভিনয় ছেড়ে আলেমকে বিয়ে সানা খান, কে এই মৌলানা মুফতি!

সমুদ্রতীরে উত্তাপ ছড়াচ্ছেন হিনা খান, ছবি ভাইরাল

প্রেমিকার উড়না দিয়ে প্রেমিকের আত্মহত্যা, ৩ দিন পর প্রেমিকাও

যে দোয়া পড়লে কখনো বিফলে যায় না!


কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বাংলাদেশ টিভি জার্নালিস্টস এসোসিয়েশনের সংবাদকর্মিদের জানান, ইয়েমেনে আটক পাঁচ জন বাংলাদেশির মুক্তি থেকে শুরু করে হোটেলে থাকা, হাত খরচ ও বিমানের টিকেট সহ সকল প্রকার সাহায্য বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো হয়েছে। এ সময় দূতালয় প্রধান নিয়াজ মুর্শেদ এবং শ্রম কাউন্সিলর আবুল হোসেন উপস্থিত ছিলেন।

news24bd.tv কামরুল