মালয়েশিয়ায় পিলার পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় পিলার পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় কংক্রিটের পিলার পড়ে শরিফুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মালয়েশিয়ার পেনাং রাজ্যের সিম্পাং আমপাট এলাকার ভালদোর শিল্পাঞ্চলে একটি কারখানা নির্মাণস্থলে একটি কংক্রিটের স্তম্ভ ধসে এক বাংলাদেশি চুক্তিভিত্তিক শ্রমিক নিহত হয়েছেন। সেইসঙ্গে তার ইন্দোনেশিয়ান এক সহকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন:


দশ মাস হুতি বিদ্রোহীদের হাতে বন্দী থাকার পর মুক্ত হলেন পাঁচ বাংলাদেশি

অভিনয় ছেড়ে আলেমকে বিয়ে সানা খান, কে এই মৌলানা মুফতি!

সমুদ্রতীরে উত্তাপ ছড়াচ্ছেন হিনা খান, ছবি ভাইরাল

প্রেমিকার উড়না দিয়ে প্রেমিকের আত্মহত্যা, ৩ দিন পর প্রেমিকাও


পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন অফিসার নাজিব হাশিম জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে এই দুর্ঘটনার খবর তাদের কাছে পৌঁছায়।

ঘটনাস্থলে পৌঁছানোর পর আমরা আহত ইন্দোনেশিয়ার নাগরিককে জীবিত উদ্ধার করতে পারলেও বাংলাদেশি শরিফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।

পরে দমকলবাহিনী এসে ৩০ মিনিট চেষ্টার পর কংক্রিটের পিলার সরিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে লাশ বের করে। নিহত শরিফুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২৯ নভেম্বর) একই রাজ্যের বন্দর কাসিয়া এলাকার একটি বেসরকারি কলেজের লবি সংস্কারের কাজ করা অবস্থায় হঠাৎ কংক্রিটের দেয়াল ধসে চাপা পড়ে মোশাক (৪২) ও আবদুল মান্নান (৪০) নামে দুই বাংলাদেশি নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন।

news24bd.tv কামরুল