গম খেতে এসে মারা গেল ১৯৩টি কবুতর

গম খেতে এসে মারা গেল ১৯৩টি কবুতর

অনলাইন ডেস্ক

জমিতে বপন করা গমবীজ খেয়ে ১৯৩টি পোষা কবুতরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর বেড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পাখি ও ইঁদুরের আক্রমণ ঠেকাতে জমির মালিক বীজে বিষ মিশিয়েছিলেন বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বনপাড়া পৌরসভার বেড়পাড়া এলাকার নবীর উদ্দিনের ছেলে আলম হোসেন বৃহস্পতিবার বিকেলে তাঁর জমিতে বিষ মেশানো গমের বীজ বপন করেন।

শুক্রবার সকালে আশপাশের গ্রামের পোষা কবুতর ঝাঁকে ঝাঁকে ওই জমিতে বসে। কবুতরগুলো জমির বিষ মেশানো গমবীজ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দুপুর নাগাদ ওই জমির গমবীজ খেয়ে ১৯৩টি কবুতরের মৃত্যু হয়।

বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন জানান, কালিকাপুর মহিষভাঙ্গা ও বেড়পাড়ার ইদ্রিস আলী, রকি রহমান, রতন আলী, মাহফুজ আলী, আহসান মোল্লা, মালেক মোল্লা ও টিপু হোসেন তাঁদের কবুতর মারা যাওয়ার খবর জানিয়েছেন।

বিষয়টি দুঃখজনক। জমির মালিকের উচিত ছিল বিষ মেশানো বীজ বপনের পর তা পাহারা দেওয়া।

৩১টি কবুতরের মালিক ইদ্রিস আলী বলেন, প্রতিদিনের মতো শুক্রবার সকাল আটটার দিকে কবুতরগুলো বাড়ি থেকে আকাশে উড়ে যায়। পরে লোকমুখে কবুতর মারা যাওয়ার খবর পান তিনি। ঘটনাটি বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রকে জানানো হয়েছে।

বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক জানান, বিষ মাখানো বীজ খেয়ে কবুতরের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ দেননি।

আরও পড়ুন:


দশ মাস হুতি বিদ্রোহীদের হাতে বন্দী থাকার পর মুক্ত হলেন পাঁচ বাংলাদেশি

অভিনয় ছেড়ে আলেমকে বিয়ে সানা খান, কে এই মৌলানা মুফতি!

সমুদ্রতীরে উত্তাপ ছড়াচ্ছেন হিনা খান, ছবি ভাইরাল

প্রেমিকার উড়না দিয়ে প্রেমিকের আত্মহত্যা, ৩ দিন পর প্রেমিকাও


news24bd.tv কামরুল