‌‘পার্বত্যাঞ্চলে নৃ-গোষ্ঠী ও বাঙালীদের সম্প্রীতিতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব’

‌‘পার্বত্যাঞ্চলে নৃ-গোষ্ঠী ও বাঙালীদের সম্প্রীতিতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব’

ফাতেমা জান্নাত মুমু, চট্টগ্রাম

পার্বত্যাঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালীদের মধ্যে সম্প্রীতি মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন, রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান।

তিনি বলেন, ২১ বছরের পার্বত্যাঞ্চলে অনেক কিছু হয়েছে। রক্তপাত, সহিংসতা আস্থাহীনতার জালে বন্দী ছিল এ অঞ্চলের মানুষ। পার্বত্যাঞ্চলে উন্নয়ন ও শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে তৎকালিন শান্তিবাহিনীর সাথে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছিল।

এ পর্যন্ত শান্তি চুক্তির বেশির ভাগ ধারা বাস্তবায়ন করেছেন সরকার। একই সাথে ব্যাপক উন্নয়নও করেছেন। তাই সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল জাতিগোষ্ঠীকে পার্বত্যাঞ্চলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে কাজ করতে হবে।

news24bd.tv

শনিবার সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে নানিয়ারচর সদর জোনের উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান হিসেবে রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান এ কথা বলেন।

এ সময় রাঙামাটি জোনের জোন কমান্ডার লে. কর্ণেল রফিকুল ইসলাম, নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্ণেল এ কে এম সালাউদ্দিন আজাদ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান আরও বলেন, পার্বত্য চুক্তির যেসব ধারা বাস্তবায়নাধীন রয়েছে সেগুলোও বাস্তবায়িত হবে। কারণ সরকার উদার মন নিয়ে সকল সুযোগ সুবিধা দিয়ে পার্বত্য শান্তি চুক্তি করেছে। যাতে আমরা সকলেই শান্তির দ্বার প্রান্তে উপনীত হতে পারি। এ চুক্তি বাস্তবায়ন মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উন্নয়ন তড়ান্বিত করা সম্ভব হবে।

আরও পড়ুন: ছাত্রের পুরুষাঙ্গ কেটে দিল বন্ধুরা, উদ্ধার করল পুলিশ

এর আগে নানিয়ারচর ছয় কুরি বিল থেকে জোন সদরঘাট পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে নৌকা পুরুষদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর