চলচ্চিত্র উন্নয়নে ১ হাজার কোটি টাকা তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর, দেশীয় ঐতিহ্য বজায় রেখে আধুনিক চলচ্চিত্র নির্মানের আহ্বান
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের নিন্দা
অনলাইন ডেস্ক
প্রিন্ট করুন
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। সেই সঙ্গে এই ঘটনায় জড়িতদের কঠোর সাজা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক স্ট্যাটাসে এ নিন্দা জানিয়েছেন তিনি।
এদিকে এ ঘটনার প্রতিবাদে আগামীকাল সকাল সাড়ে ১১টায় সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে ছাত্রলীগ।
গত শুক্রবার গভীর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে হাতসহ ভাস্কর্যের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। রাতের আঁধারে দুর্বৃত্তরা এই ভাঙচুর করে বলে শনিবার দুপুরে নির্মাণকারী শ্রমিকরা জানান।
আরও পড়ুন: ‘বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলবেন আমরা কি আপনাদের চুমো দেব?’
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
‘জাতির পিতার ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভাস্কর্য ভাঙার দুঃসাহস যারা দেখায় তাদের ক্ষমা নেই।’
news24bd.tv তৌহিদ
মন্তব্য