বাংলাদেশে কামাল আতাতুর্কের মূর্তির চেয়েও তার মতো নেতার বেশি দরকার

বাংলাদেশে কামাল আতাতুর্কের মূর্তির চেয়েও তার মতো নেতার বেশি দরকার

তসলিমা নাসরিন

আংকারায় শেখ মুজিবের মূর্তি বসবে, তা বসুক। তুরস্কের খুব কম লোকই জানবে এ কার মূর্তি। তবে ইসলামি মৌলবাদিতে ঠাসা বাংলাদেশে কামাল আতাতুর্কের মূর্তি বসবে, এর চেয়ে চমৎকার ব্যাপার আর হয় না।  

কামাল আতাতুর্ক ছিলেন ইসলামী মৌলবাদ বিরোধী নেতা।

তিনি তুরস্ককে স্বাধীন করেছিলেন, আধুনিক করেছিলেন, সেক্যুলার করেছিলেন।

আরও পড়ুন: চাঁদে পতাকা স্থাপন করল চীন

বাংলাদেশে কামাল আতাতুর্কের মূর্তির চেয়েও বেশি দরকার কামাল আতাতুর্কের মতো নেতার। অন্তত তাঁর মূর্তিতে ফুল দিতে দিতে কেউ যদি দেশকে মৌলবাদের কবল থেকে বাঁচানোর প্রেরণা পায়, তবেই এই মূর্তি বসানো হবে সার্থক।

লেখক: তসলিমা নাসরিন (ফেসবুক থেকে)

news24bd.tv নাজিম