দোহারে বিক্রেতার ঘুষিতে ক্রেতার মৃত্যু

দোহারে বিক্রেতার ঘুষিতে ক্রেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দোহার উপজেলায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সালাম শেখের ঘুষিতে ক্রেতা ইউসূফ বেপারী (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।   

আজ বিকেল ৩টার দিকে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। নিহত ইউসূফ বেপারী মুকসুদপুর গ্রামের ইউনূস বেপারীর ছেলে।

তিনি ডাকবাংলো মোড়ের চায়ের দোকানী বলে জানা গেছে।   আটক সালাম মুন্সি ওই এলাকারই বিশাই শেখের ছেলে।

স্থানীয় লোকজন জানান, বিকেল তিনটার দিকে সালাম মুন্সির দোকানে গ্যাস সিলিন্ডার কিনতে যান ইউসূফ বেপারী। এসময় পূর্বের ৬০০ টাকা বকেয়া নিয়ে দুইজনের বাকবিতণ্ড হয়।


আরও পড়ুন: ‘বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলবেন আমরা কি আপনাদের চুমো দেব?’


এক পর্যায়ে সালাম মুন্সি রেগে গিয়ে ইউসূফ বেপারীকে কিল, ঘুষি মারলে সে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা আহত ইউসূফ বেপারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে সালামকে গ্রেফতার করেন এবং হাসপাতাল থেকে মরদেহ থানায় নিয়ে যান।

দোহার থানার ওসি মোস্তফা কামাল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছেন এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হবে। আটক সালাম শেখকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দোষির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াও চলমান।

news24bd.tv নাজিম