বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফিকে নিয়ে কাড়াকাড়ি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফিকে নিয়ে কাড়াকাড়ি

অনলাইন ডেস্ক

চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফি বিন মর্তুজাকে দলে নিতে ফরচুন বরিশাল ও জেমকন খুলনার সঙ্গে এবার দৌঁড়ে নেমেছে মিনিস্টার গ্রুপ রাজশাহীও। করোনা ও ইনজুরি কাটিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন মাশরাফী।

রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার বলেন, ‘মাশরাফিকে পাওয়ার বিষয়ে বিসিবি থেকে এখনো কোনো নির্দেশনা আমরা পাইনি। তবে তাঁকে দলে পেতে আমরা বোর্ডের কাছে আবেদন করেছি।

এখন বোর্ডই সিদ্ধান্ত নেবে। ’

এদিকে বোর্ড জানিয়েছিল একাধিক দল যদি কোনো খেলোয়াড়কে দলে নিতে চায়, সে ক্ষেত্রে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘টুর্নামেন্টে খেলতে হলে আগে মাশরাফিকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। সে অনুশীলন শুরু করেছে।

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন গত মার্চে। ফিটনেস না থাকায় চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না তিনি। তবে সম্প্রতি অনুশীলনে ফিরেছেন তিনি।


আরও পড়ুন: 

চাঁদে পতাকা স্থাপন করল চীন

মাতৃত্বকালীন ছুটি নিয়ে নতুন নিয়ম করলো ফিফা

চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত ১৮

বাবর আজমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

‘বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলবেন আমরা কি আপনাদের চুমো দেব?’


মাশরাফিকে দলে নিতে আগ্রহী খুলনার ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘মাশরাফি এমন একটা নাম, এমন একজন প্লেয়ার, তাঁকে যে কেউই দলে নিতে চাইবে। আমরা তাঁকে দলে নিতে আগ্রহী। তবে এখন দেখতে হবে, মাশরাফিকে পাওয়ার সম্ভাবনা কতটুকু। তাঁর ফিটনেসের কী অবস্থা, সেটাও জানতে হবে আমাদের। ’

খুলনার এই কর্মকর্তা আরো বলেন, ‘মাশরাফির নাম ড্রাফটে ছিল না। একাধিক দল যদি আগ্রহ দেখায় তখন বোর্ডের নীতিমালা কী হবে, সেটা বোর্ড সিদ্ধান্ত নেবে। আমরা আমাদের আগ্রহের কথা জানিয়েছি। ’

ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আমরা শুরু থেকে জানতাম যে মাশরাফি ফিট ছিল না। ড্রাফটের দিন বলা হয়েছিল মাশরাফি ফিট হলে পাঁচটি দলই চাইলে তাঁকে দলে নেওয়া যাবে। গত পরশু আমরা আবেদন করেছি তাঁকে দলে চেয়ে। আশা করি, আমরা তাঁকে পাব। ’

news24bd.tv নাজিম