রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে এমএন লারমা পক্ষের কর্মী নিহত

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে এমএন লারমা পক্ষের কর্মী নিহত

ফাতেমা জান্নাত মুমু, চট্টগ্রাম

রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে এমএন লারমা গ্রুপের এক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম- রতন প্রিয় ওরফে ধীমান চাকমা (৩৫)। রোববার সকালে বাঘাইছড়ি উপজেলার ৩৪নং রূপকারী ইউনিয়নের পাঘুয্যছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার জন্য প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসকে দায়ী করেছে এমএন লারমা গ্রুপের সাধারণ সম্পাদক জোসি চাকমা।

তিনি বলেন, বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের পাঘুয্যছড়ি এলাকায় হানা দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস নেতা মনিময় চাকমা নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী ধীমান চাকমাকে ঘর থেকে ডেকে নিয়ে ব্রাশফায়ার করে হত্যা করে পালিয়ে যায়।

তবে এ অভিযোগের অস্বীকার করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নেতা ত্রিদীপ চাকমা ওরপে দীপ বাবু।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই। তাই সংস্কারপন্থী নেতার অভিযোগ সত্য নয়।

তাদের নিজেদের মধ্যে আভ্যন্তরিণ কোনো দলের কারণে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপরে স্থায়ী নিষেধাজ্ঞা চায় সৌদি

বাঘাইছড়ি থানার কর্মকর্তা ওসি মো. আশরাফ উদ্দিন বলেন, নিহত ধীমানের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে নিহতের স্বজদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর