হার্দিক পাণ্ডিয়া ঝরে অস্ট্রেলিয়ার সিরিজ হার

হার্দিক পাণ্ডিয়া ঝরে অস্ট্রেলিয়ার সিরিজ হার

অনলাইন ডেস্ক

হার্দিক পাণ্ডিয়া ঝরে ২ বল আর ৬ উইকেট হাতে রেখে অজিদের হারাল ভারত। এর মধ্য দিয়ে সিরিজ নিজেদের করে নিল সফরকারীরা।

শেষ ৬ বলে দরকার ছিল ১৪ রানের। বোলার ড্যানিয়েল শ্যামসের প্রথম বলে ২ রান নেন হার্দিক পাণ্ডিয়া।

পরের বলটি লং অনের ওপর দিয়ে পাঠিয়ে দেন সীমানার বাইরে। ছক্কা! বাকি ৪ বলে প্রয়োজন ছিল ৬ রানের। তৃতীয় বলে কোনো রান এলো না। চতুর্থ বলটিতে সজোরে ব্যাট চালালেন হার্দিক।
বল ডি মিড উইকেটের ওপর দিয়ে চলে গেল সীমানার বাইরে! এভাবেই ২ বল আর ৬ উইকেট হাতে রেখে অজিদের দেওয়া পাহাড়প্রমাণ টার্গেট টপকে সিরিজ জিতল ভারত।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে নামে বিরাট কোহলির দল।

অধিনায়ক হিসেবে নামা উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ওপেনিংয়ে নেমে ৩২ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস উপহার দেন।

আরও পড়ুন: রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে এমএন লারমা পক্ষের কর্মী নিহত

এছাড়া স্টিভেন স্মিথ ৩৮ বলে ৪৬, ম্যাক্সওয়েল ১৩ বলে ২২ আর হেনরিক্স ১৮ বলে ২৬ রানের ইনিংস খেলেন। শেষে স্টয়নিসের ৭ বলে ১৬ রানে অজিদের স্কোর দাঁড়ায় ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান। নটরাজন নেন ২ উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৫৬ রানের ওপেনিং জুটি উপহার দেন লোকেশ রাহুল আর শিখর ধাওয়ান রাহুল ২২ বলে ৩০ রানে আউট হলেও ধাওয়ান খেলেন ৩৬ বলে ৪ চার ২ ছক্কায় ৫২ রানের ইনিংস।

আরও পড়ুন: মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

অধিনায়ক কোহলির ব্যাটেও রান আসে (৪০)। এরপর শুরু হয় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জয়ী হার্দিক পাণ্ডিয়ার ঝড়। ২২ বলে ৩ চার ২ ছক্কায় অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শেষ ওভারে দুই ছক্কা মেরে তিনিই ভারতের জয়ের নায়ক। তাকে ভালোই সঙ্গ দিয়েছেন শ্রেয়স আইয়ার (১২*)।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর