বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসন সভা কক্ষে বঙ্গবন্ধু ভাস্কর্য নিরাপত্তাজনিত বিষয় নিয়ে এক জরুরি বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফরহাদ হোসেন ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় পুলিশ, র্যাব, এনএসআই এবং জেলার শীর্ষ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ জন আটক: স্বরাষ্ট্রমন্ত্রী
কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা সরকারের নীল নকশার অংশ: ফখরুল
সব জেলায় আন্টিজেন টেস্ট চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
বঙ্গবন্ধু বিরোধী কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না: কুষ্টিয়ায় হানিফ
এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে মিছিল, প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে কুষ্টিয়া পৌরসভার ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেয় দুর্বৃত্তরা। ভাস্কর্যের ডান হাত, মুখমণ্ডল ও বাম হাতের অংশবিশেষ ভেঙে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পৌর সচিব কামাল উদ্দিন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য