ভারতকে 'দমাতে' এবার অরুণাচলের কাছে তিনটি গ্রাম বানাল চীন
অনলাইন ডেস্ক
ভারতের অরুণাচল প্রদেশের কাছে অন্তত তিন গ্রাম তৈরি করেছে চীন। ভারতকে দমাতেই চীনের এই নতুন কৌশল বলে ধারনা বিশেষজ্ঞদের।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে,চীন বম লা পাস থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে কমপক্ষে তিনটি গ্রাম তৈরি করেছে যা অরুণাচল প্রদেশের ভারত, চীন এবং ভুটানের মধ্যে ত্রি-সংযোগের কাছে অবস্থিত।
ওই রাজ্যে সীমান্ত নিয়ে বিরোধীতা করে আসছে চীন। এর মধ্যে নতুন করে তিন গ্রাম গড়ে তোলায় ওই অঞ্চলে চীনের যে দাবি তা আরো জোরদার হলো।
আরও পড়ুন:
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ জন আটক: স্বরাষ্ট্রমন্ত্রী
কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা সরকারের নীল নকশার অংশ: ফখরুল
সব জেলায় আন্টিজেন টেস্ট চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
কৌশলগত বিষয় বিশেষজ্ঞ ব্রহ্ম চেল্লানি বলেন, চীন তার আঞ্চলিক দাবি জোরদার করতে কৌশলভাবে চীনা হ্যান ভাষা এবং কমিউনিস্টের তিব্বতি সদস্যদের ভারতীয় সীমান্তে ব্যবহার করছে। তিনি বলেন, এর আগে সাউথ চায়না সাগরে যেমন জেলেদের ব্যবহার করেছিল চীন।
এর আগে ভুটানের দুই কিলোমিটার ভিতরে গোপনে চীন গ্রাম তৈরি করেছে বলে দেশটির সরকারি মিডিয়ার একজন প্রবীণ সাংবাদিক সেই গ্রামের ছবিসহ টুইট করেন।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য