ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট কিশোরের জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশ বুধবার
বিদ্রোহী প্রার্থীরা কোনোদিন নৌকায় চড়তে পারবে না: নানক
বেলাল রিজভী, মাদারীপুর
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোয়ন দেবেন তার পক্ষে কাজ করতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে সে আর কোনো দিন নৌকায় চড়তে পারবে না।
আজ বিকেলে মাদারীপুরের রাজৈরে উপজেলার রাজৈর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পৌরসভা নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ জন আটক: স্বরাষ্ট্রমন্ত্রী
কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা সরকারের নীল নকশার অংশ: ফখরুল
সব জেলায় আন্টিজেন টেস্ট চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, আপনারা আগামী ১০ ডিসেম্বর স্বতস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দেবেন। যদি কেউ বাঁধার সৃষ্টি করে আইন-শৃঙ্খলাবাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। এসময় অন্যন্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদ কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর পৌর মেয়র খালিদ হাসান ইয়াদ, শ্রমিক লীগ সভাপতি সাহাবুদ্দিন সাহা প্রমুখ বক্তব্য দেন।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য