নারী ফুটবল লিগ

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

নিজস্ব প্রতিবেদক

নারী ফুটবল লিগে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নিজেদের ১১তম ম্যাচে কাছারিপাড়া একাদশকে ১৩-১ গোলে হারিয়েছে তারা। পুরো আসরে এখন পর‌্যন্ত প্রতিপক্ষের জালে ১০৫ টি গোল দিয়েছে সাবিনার দল। হ্যাটট্রিক করেছেন সাবিনা ও তহুরা।

হ্যাটট্রিকসহ ৫ গোল করেছেন সাবিনা। ১১ ম্যাচে বুসন্ধরা কিংসের পয়েন্ট ৩৩।

কমলপুরের টার্ফে কিংস নারী দলের শিরোপার উল্লাস। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া নারী ফুটবল লিগে একচেটিয়া আধিপত্য বসুন্ধরা কিংস নারী দলের।

প্রথম আসরে লিগ শিরোপা জিতে ইতিহাস করা বসুন্ধরা কিংস পুরুষ দলের সাফল্যের ধারাবাহিকতা রাখলেন সাবিনা-কৃষ্ণারা।

news24bd.tv

কাছারিপাড়ার জালে প্রথমার্ধ্বে ৮ গোলের ৫ টি ই এসেছে সাবিনার পা থকে। তহুরা নার্গিস আর মারিয়া মান্ডার বাকি তিন গোল।

দ্বিতীয়ার্ধ্বে আরো আক্রমণাত্মক কিংসের আক্রমণভাগ। ৫৪ ও ৭৩ মিনিটে দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তহুরা। ৫১ আর ৮৪ মিনিটের স্বপ্নার জোড়া আঘাত। শেষে ৮৮ মিনিটে শিউলির গোল। ৭০ মিনিটে কাছারিপাড়ার একমাত্র গোলটি দেন আশা।

আরও পড়ুন: ‘আজ কোথায় নিজামী-গোলাম আজম-সাকা চৌধুরী-কাদের মোল্লা’

একচেটিয়া আধিপত্যে শিরোপা জেতায় খুশি কোচ। তবে, সামনের দিনগুলোতে আরো প্রতিযোগিতামূলক লিগ হবে বলে প্রত্যাশা বসুন্ধরা কিংস নারী দলের কোচ অদিতির।

৯ ডিসেম্বরে এফসি উত্তরবঙ্গের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে নামবে বসুন্ধরা কিংস।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর