নতুন উদ্যোগের বিকাশে যাত্রা শুরু করল এফবিসিসিআই 'টেক সি'

নতুন উদ্যোগের বিকাশে যাত্রা শুরু করল এফবিসিসিআই 'টেক সি'

অনলাইন ডেস্ক

অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে সিএমএসএমই (কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ) এবং স্টার্টাপের মতো ব্যবসায়িক উদ্যোগের ভিত্তি সুদৃঢ়করণের সহায়তার উদ্দেশ্যে নিয়ে যাত্রা শুরু করেছে 'এফবিসিসিআই টেক সি'।  

এই প্রযুক্তি কেন্দ্র চালুর লক্ষ্য স্টার্টাপের পরিচর্যা এবং 'ইমপ্যাক্ট টেক প্রেন্যুয়ার' তৈরি, যারা ডিজিটাল ইকোসিস্টেসম তৈরি, সাধারণ মানুষের সামাজিক সমস্যার সমাধান, উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

রোববার মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারে এর উদ্বোধন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি উদ্‌যাপনকে সামনে রেখে এটি চালু করা হলো, যা এফবিসিসিআই ইমপ্যাক্ট ৪.০ (২০২০) এর অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।  

আরও পড়ুন: 


মাদরাসা থেকে বেরিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

চার সমাজের চার শিল্পীর ডিজিটাল ফলোয়ারের সমীক্ষা

ঘন কুয়াশার সঙ্গে ঝিরঝির বৃষ্টি শুরু

যদি ভাবেন অনেক শক্তি হয়ে গেছে সে ধারণা ভুল


news24bd.tv কামরুল