ঠাকুরগাঁওয়ে বিএসএফ-এর গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ে বিএসএফ-এর গুলিতে ২ বাংলাদেশি নিহত

আব্দুল লতিফ লিটু, ঠাঁকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৫টার সময় হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ২৬৭নং পিলারের নিকট এ ঘটনা ঘটে বলে জানান বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

নিহতরা হলেন, রবিউল ইসলাম (২১) ও নাজিম (৩০)। নিহত দু’জন ওই ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের ৪নং কলোনীর বাসিন্দা।


আরও পড়ুন: জামিন পেলেন এমপি নিক্সন চৌধুরী


চেয়ারম্যান জানান, ভোরবেলা রবিউলসহ কয়েকজন বেতনা সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গেলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রবিউল পায়ে গুলি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে। পরে স্বজনরা মাইক্রোবাসে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় রবিউল মারা যায়।  

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর