আর্জেন্টিনার সাবেক কোচ সাবেলা আর নেই

আর্জেন্টিনার সাবেক কোচ সাবেলা আর নেই

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা (৬৬) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

দেশটির বুয়েনস আইরেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

নভেম্বরে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা।

ম্যারাডোনার মৃত্যুর দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সাবেলা। তিনি হার্ট, কিডনি ও শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন।

দুই সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার মৃত্যু হয় সাবেলার।


আরও পড়ুন: চ্যালেঞ্জের মুখে রোহিঙ্গা প্রত্যাবাসন, ফিরতে চান না অনেকই


তিন বছর আর্জেন্টিনা কোচের পদে ছিলেন সাবেলা।

তার অধীনে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনাল খেলে। জার্মানির কাছে ১–০ গোলে হেরে শিরোপা অধরা থেকে যায় সাবেলার আর্জেন্টিনার। আর ওই ম্যাচের পর হতাশায় কোচের পদ থেকে সরে দাঁড়ান সাবেলা।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯৮৩-৮৪ সময়ে ৮টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। তার কোচিংয়ে আর্জেন্টিনা ৪০টি ম্যাচ খেলে জিতেছে ২৫টি। ১০টি ড্র আর ৫টি হার।

news24bd.tv আহমেদ