‌‘হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম না পাঠাতে পারায় নির্বাচন স্থগিত’

‌‘হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম না পাঠাতে পারায় নির্বাচন স্থগিত’

ফাতেমা জান্নাত মুমু, চট্টগ্রাম

কাল রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে হঠাৎ স্থগিত হয়েছে বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের নির্বাচন। তাই মগবান নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিবুল রহমান জানান, রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ইউনিয়ন বড়থলি।


হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে না পারার কারণে ইউনিয়ন বড়থলি নির্বাচন স্থগিত করা হয়েছে।

তবে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে নির্বাচন যথা সময় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: নিজের ডিম্বাণু দিয়ে পিতৃত্বের স্বাদ দিলেন বাবা

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা মৃত্যু হওয়ার পর চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। এরপর ১০ ডিসেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যানে পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী বিনিময় চাকমা (নৌকা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুষ্প রঞ্জন চাকমা (আনারস প্রতীক) নিয়ে নির্বাচন করছে।

রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার জাহিদুল ইসলাম বলেন, রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন পরিষদে শুধু চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন পরিচালনার জন্য সকল প্রস্তুতি শেষ হয়েছে। যথা সময় ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: ‌‘টাখনুর উপর কাপড় পরতে বাধ্য হবার দিন আসা পর্যন্ত যেন বেঁচে না থাকি’

নিজের ডিম্বাণু দিয়ে পিতৃত্বের স্বাদ দিলেন বাবা

মগবান ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫২২৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৬৭৪ জন ও নারী ভোটার ২৫৫২ জন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর