বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা ও অবমাননার প্রতিবাদে আজও রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাড়াও মানববন্ধন করেছে বিভিন্ন সমাজসেবা ও পেশাজীবী সংগঠনগুলো।

সুপ্রিম কোর্টের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা ও তার অবমাননার প্রতিবাদে মানববন্ধন হয়।

বুধবার সকালে এই মানববন্ধন করে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ।

মানববন্ধনে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল আমীন উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর অবমাননা সারা দেশের অবমাননার সমতুল্য।

এই দিন রাজধানীর শাহবাগে মানববন্ধন করে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, সরকার বিরোধীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই মৌলবাদকে উষ্কে দিচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাষ্কর্যের সামনে সারা দেশে উগ্র মৌলবাদের তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করে মুক্তিযুদ্ধ মঞ্চ।

এছাড়াও বঙ্গবন্ধুর ভাষ্কররর ‌্যভাংচুরের প্রতিবাদে মানব বন্ধন পালিত হয়েছে ইউজিসির সামনেও।

এদিকে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে একই দাবিতে মানববন্ধনের আয়োজন করে, কৃষিবিদ ইনিস্টিটিউট। প্রধান অতিথি বাহাউদ্দিন নাসিম বলেন, যে কোনো মূল্যে সরকার বিরোধী তৎপরতা রুখে দেওয়া হবে।

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুরের প্রতিবাদে এই দিন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে দেশের বিভিন্ন জেলাতেও।

আরও পড়ুন: আবাসিক হোটেলে অভিনেত্রীর লাশ, তদন্ত চলছে

কুষ্টিয়ায় মিছিল ও সমাবেশ করেছে জাসদ। হাসানুল হক ইনু বলেন, বিএনপি-জামাত মৌলবাদকে উষ্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর