‘নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে গুলিস্তানে অভিযান’

‘নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে গুলিস্তানে অভিযান’

তালুকদার বিপ্লব

নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এদিন প্রায় দুশো দোকান গুড়িয়ে দেওয়া হয়। তবে দ্বিতীয় দিনে প্রথম দিনের মতো বাধা দেননি দোকানীরা।

সকালে আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনে গিয়ে মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ফুলবাড়িয়া মার্কেটে দখলদারদের সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় মার্কেটে নকশা বহির্ভূতভাবে বানানো ৯১১টি দোকানের মধ্যে মঙ্গলবার প্রায় তিন শতাধিক দোকান উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর বুধবার দ্বিতীয় দিনের অভিযান চলে।

সিদ্ধান্ত হয় পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো ভেঙে ফেলার। পরে দোকানিদের বের করে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

এসময় অস্থায়ী বরাদ্দ পাওয়ার জন্য সিটি করপোরেশনকে দেওয়া নির্ধারিত ভাড়া পরিশোধের দাবি জানান ব্যবসায়ীরা।
ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানান, সব নিয়ম মেনেই তাঁরা অভিযান পরিচালনা করছেন।

একই সাথে বুলডোজর দিয়ে মার্কেটে লাগোয়া অবৈধ দুটি ভবন গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি অপসারণ করা হয় ভাঙ্গা অংশ।

এদিন সকালে রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনে গিয়ে ফুলবাড়িয়া মার্কেটে অস্থায়ী দোকান বরাদ্দে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস।

আরও পড়ুন: আবাসিক হোটেলে অভিনেত্রীর লাশ, তদন্ত চলছে

প্রবাসী স্ত্রীর অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছাড়লেন স্বামী

ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ নকশার মধ্যে মাত্র ৫৩১টি দোকান রয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর