যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আরো ২ বন্দি উদ্ধার

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আরো ২ বন্দি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আরো দুই বন্দিকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পালিয়ে যাওয়া ৮ জনের মধ্যে থেকে ৭ জনকে উদ্ধার করা হলো।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, গত মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনার সোহাগ শেখকে তারা উদ্ধার করেছেন। বরিশালের মাইনুর রহমান শাকিব পালিয়ে যাওয়ার পর তার স্বজনেরা সেখানকার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমপর্ণ করান।


আরও পড়ুন: 

‘পরমাণু বিজ্ঞানী হত্যায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে’

এথেন্সের বিমানবন্দরে কেন দীপিকার মূর্তি

পঞ্চগড়ে তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস

আর্জেন্টিনার সাবেক কোচ সাবেলা আর নেই

‘হিজাব নিয়ে কথা তুললে বেগম রোকেয়ার শালীনতার ছবি তুলে ধরা হয়’


এই খবর পেয়ে তারা আইনি প্রক্রিয়ায় শাকিবকে শিশু উন্নয়ন কেন্দ্রে ফিরিয়ে এনেছেন। এ নিয়ে পালিয়ে যাওয়া ৮ জনের মধ্যে ৭ জনকে উদ্ধার করা হয়েছে। পলাতক থাকা গোপালগঞ্জের শাহ আলমকেও উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।   

জানা যায়, গত ৬ ডিসেম্বর রাতে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ৮ বন্দি কিশোর পালিয়ে যায়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করে কর্তৃপক্ষ।

news24bd.tv নাজিম