মশা নিধনে সোমবার থেকে ক্রাশ প্রোগাম শুরু: মেয়র আতিক
পর্তুগালে জরুরি অবস্থার মেয়াদ দুই সপ্তাহ বাড়াল
অনলাইন ডেস্ক
পর্তুগালে বিদ্যমান জরুরি অবস্থা আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। এটি ৯ ডিসেম্বর দিবাগত রাত ১২টায় শুরু হয়ে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। পর্তুগালের মূল ভূখণ্ডের ১১৩টি শহর এর অধীনে থাকবে যেখানে কোভিড-১৯ এর উচ্চ সংক্রমণ ঝুঁকি রয়েছে।
গত শনিবার দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বলেছেন, বিদ্যমান জরুরি অবস্থা বড়দিনের আগ পর্যন্ত বলবৎ থাকবে। বড়দিন উপলক্ষে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হবে।
এক্ষেত্রে বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে বিদ্যমান বিধিনিষেধ আসছে। আগামী ১৮ ডিসেম্বর মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।
জরুরি অবস্থায় এক শহর থেকে অন্য শহরে যাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। উচ্চ ঝুঁকিপূর্ণ ১১৩টি শহরে সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার দুপুর ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ থাকবে। অর্থাৎ অতি জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় চলাচল করা যাবে না।
আরও পড়ুন:
ইরানের তেলখাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান রাশিয়ার
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আরো ২ বন্দি উদ্ধার
ইরানের তেলখাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান রাশিয়ার
রাজধানী লিসবন ও এর পার্শ্ববর্তী আটটি শহরে সংক্রমণ কিছুটা কমায় এই দুই সপ্তাহ সাপ্তাহিক ছুটির দিনে দুপুর ১টার পরে এক শহর থেকে অন্য শহরে যেতে কোনো বিধিনিষেধ থাকবে না।
জরুরি অবস্থা শুধু পর্তুগালের মূল ভূখণ্ডে কার্যকর হবে। দেশটির দ্বীপাঞ্চল মাদেইরা ও আজোরেস কর্তৃপক্ষ তাদের স্ব-স্ব পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য