করোনা: জাপানের পাঠাগারে ইউভি মেশিন, স্বস্তিতে পাঠক

করোনা: জাপানের পাঠাগারে ইউভি মেশিন, স্বস্তিতে পাঠক

অনলাইন ডেস্ক

করোনায় পাঠাগারের বইগুলোকে জীবাণুমুক্ত করতে ‘আল্ট্রাভায়লেট লাইট’ মেশিনের ব্যবহার শুরু করছে জাপান। এতে পাঠকদের মনে স্বস্তি ফিরেছে।  

দেশটি জুড়েই পাঠাগারে ইউভি মেশিন বসানো শুরু হয়েছে। এই মেশিন মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে অতিবেগুনি রশ্মির সাহায্যে বই জীবাণুমুক্ত করা এবং বইয়ের পাতার ধুলা পরিষ্কার করতে সক্ষম।

রাজধানী টোকিওর উত্তরের ইতাবাশি এলাকার ‘দ্য নারিমাসু লাইব্রেরি’ তে ২০১৮ সাল থেকেই ইউভি মেশিন আছে। কিন্তু আগের তুলনায় এখন এই মেশিনটি তিনগুণ বেশি ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন পাঠাগারটির ব্যবস্থাপক।


আরও পড়ুন: 

ইরানের তেলখাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান রাশিয়ার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আরো ২ বন্দি উদ্ধার

ইরানের তেলখাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান রাশিয়ার


পাঠাগারে আসা বেশির পাঠকই কোভিড মোকাবেলার হাতিয়ার হিসাবে মেশিনটির অভিনবত্বে আগ্রহী হয়ে উঠেছেন।

কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে অল্প কয়েকটি সফল দেশের অন্যতম জাপান।

সেখানে এখন সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে। ‍বুধবার পর্যন্ত জাপানে এক লাখ ৬৭ হাজার ৩৩০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ২,৪৫৮ জন।

news24bd.tv নাজিম