উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত

নিজস্ব প্রতিবেদক

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। প্রায় সারাদিনই কুয়াশার চাদরে ঢেকে থাকছে পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা। শীতের তীব্রতায় বিপর্যস্ত জন-জীবন।  

ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

পঞ্চগড়ে গেল দু’দিনে হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।  


আরও পড়ুন: 

করোনায় মারা গেলেন সংগীত প্রযোজক সেলিম খান

স্বপ্নের পদ্মা সেতুর শেষ স্প্যান বসছে আজ

করোনা: জাপানের পাঠাগারে ইউভি মেশিন, স্বস্তিতে পাঠক

ইরানের তেলখাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান রাশিয়ার


এতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়েছে। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেড়েছে  উত্তরের জনপদ দিনাজপুরে। প্রায় সারাদিনই কুয়াশার চাদরে ঢেকে থাকছে এই জেলা।

 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে, বায়ুমন্ডলের উপরিভাগে আদ্রতা বেশি থাকার করনে বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশা দেখা দিয়েছে। তবে আগামী কয়েকদিনে  কুয়াশা কমলেও শীতের তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কুড়িগ্রাম ও লালমনিরহাটেও শীতের তীব্রতা বেড়েছে।

news24bd.tv নাজিম