আগামী মাসেই টিকা পাব: স্বাস্থ্যমন্ত্রী

আগামী মাসেই টিকা পাব: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা বাংলাদেশে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনেক দেশ এখনও টিকার ব্যবস্থা করতে পারেনি বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‘আমরা আশা করি, আগামী মাসের প্রথম দিকেই, প্রথম কোয়ার্টারেই আমরা টিকা পেয়ে যাব। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে আনার ব্যবস্থা করছি।

৩ কোটি ডোজ টিকা সরকার নিয়ে আসছে সরাসরি। ’

আরও পড়ুন:  সাগরে ইঞ্জিন বিকল, ভাসতে ভাসতে ১৫ দিনে ভারতীয় জলসীমায় ট্রলার

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এই টিকার ব্যবস্থা করতে পেরেছে। ডব্লিউএইচও আমাদের টিকা দেবে আমাদের জনসংখ্যার ২০ শতাংশ হারে। সেটা আসতে হয়ত কিছুটা সময় লাগবে।

কিন্তু আমরা টিকা পাব। অনেক দেশ আছে, যারা এখনও টিকার ব্যবস্থা করতে পারেনি। ’

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর