প্রতিটি মাদরাসায় জাতীয় সঙ্গীত গাইতে হবে: হানিফ

প্রতিটি মাদরাসায় জাতীয় সঙ্গীত গাইতে হবে: হানিফ

অনলাইন ডেস্ক

প্রতিটি মাদরাসায় জাতীয় সঙ্গীত গাইতে হবে ও জাতীয় পতাকা উত্তোলন করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বলেছেন, সংবিধানে আছে, এই দেশে বাস করতে হলে সংবিধান মেনে চলতে হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই।

ভাস্কর্য নিয়ে বিভিন্ন অপপ্রচার ও ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি মসজিদের ঈমামদের উদ্দেশ্যে বলেন, আপনারা মসজিদে খুতবার সময় এ ব্যাপারে পরিস্কারভাবে বলবেন ইসলামে ভাস্কর্য সাংঘর্ষিক নয়, নিষিদ্ধও নয়। এই ভাস্কর্য ইস্যু নিয়ে দেশের বিরুদ্ধে অপব্যাখ্যা চাই না।

হানিফ বলেন, কুসংস্কারগুলো লালন করে ঘরমুখী রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে যারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাই তাদের বিরুদ্ধে কঠেরভাবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।

আরও পড়ুন: তরকারি কাটছিল শ্যালিকা, একা পেয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে দুলাভাই

আগামী মাসেই টিকা পাব: স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় জঙ্গী, সন্ত্রাসবাদ ও নাশকতামূলক কার্যক্রম প্রতিহতকরণের লক্ষ্যে মসজিদের ঈমাম ও ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর