আবারো পেছালো নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি, পরবর্তী তারিখ ১৮ মার্চ ধার্য করেছেন আদালত
অস্ট্রেলিয়ার নেতৃত্ব আবারও আসতে পারেন স্মিথ
অনলাইন ডেস্ক
২০১৮ সালে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন স্টিভেন স্মিথ। নিষেধাজ্ঞা থেকে ফিরলেও জাতীয় দলের নেতৃত্ব হারান তিনি। সেই শাস্তির আওতায় এক বছরের জন্য নেতৃত্ব থেকে দূরে থাকার বিধান রয়েছে। সেটিও এখন শেষ হয়েছে। তাই তাঁকে আবার অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে ফেরানোর বিষয়ে আলোচনা চলছে।
ইন্ডিয়া টুডের খবরে জানা গেছে, গত সপ্তাহে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অ্যারন ফিঞ্চকে দল থেকে প্রত্যাহার করা হলে ফের আলোচনায় আসে নেতৃত্বের বিষয়টি। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে স্মিথকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত ম্যাথু ওয়েডকে অধিনায়ক করা হয়।
আগামী সপ্তাহ থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে স্মিথ বলেন, ‘এটি (অধিনায়কত্ব) নিয়ে আলোচনা চলছে। তবে আমি বলতে চাই, দলের জন্য সেরাটা দিতে পারলেই আমি খুশি। এভাবেই আমি এগিয়ে যেতে চাই। দলের জন্য যেকোনো কিছু করতেই আমি প্রস্তুত।’
সম্প্রতি অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার এ ব্যাপারে বলেন, ‘স্মিথকে নেতৃত্বে ফেরোনা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল অস্ট্রেলিয়া দলের বিপক্ষে। অসি ফিল্ডার ক্যামেরন বেনক্রফটকে একটি হলুদ বস্তু দিয়ে বল ঘষতে দেখা যায়। তখন অধিনায়ক স্মিথ স্বীকার করে নিয়েছেন টেম্পারিংয়ের দায়। পরে এর জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিন ক্রিকেটার।
news24bd.tv কামরুল
পরবর্তী খবর
মন্তব্য