‘সাঈদী ওয়াজে বলতেন মন্দিরে দান শেরকী, অথচ তিনি পুজামন্ডবে গেছেন’

‘সাঈদী ওয়াজে বলতেন মন্দিরে দান শেরকী, অথচ তিনি পুজামন্ডবে গেছেন’

অনলাইন ডেস্ক

দেশের প্রতিটি মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে জাতীয় সংগীত গাইতে হবে এবং জাতীয় পতাকা উত্তোলন করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

হানিফ বলেন, এ দেশে বাস করতে হলে সংবিধান মেনে চলতে হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। এজন্য প্রতিটি মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে জাতীয় সংগীত গাইতে হবে এবং জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়ায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতামূলক কার্যক্রম প্রতিহত করণের লক্ষ্যে মসজিদের ঈমাম ও ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন- কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ. ক. ম. সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান।

মসজিদের ঈমামদের উদ্দেশ্য করে হানিফ বলেন, ভাস্কর্য নিয়ে বিভিন্ন অপপ্রচার ও ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। আপনারা মসজিদে খুতবায় এ ব্যাপারে পরিস্কারভাবে বলবেন ইসলামে ভাস্কর্য সাংঘর্ষিক নয়, নিষিদ্ধও নয়।

ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে না।

তিনি বলেন, কুসংস্কার লালন করে ঘরমুখী রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে যারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোরভাবে ঐক্যবদ্ধ হতে হবে।

মাহবুবউল আলম হানিফ বলেন, কোনো ওয়াজ মাহফিলের মাধ্যমে সমাজের পরিবর্তন হয়েছে? আমি ঘণ্টার পর ঘণ্টা ইউটিউবে ৫০০ এর উপরে ওয়াজ মাহফিল শুনেছি। কমবেশি সব বক্তার বক্তব্য শুনেছি। দেলোয়ার হোসেন সাঈদী তার ওয়াজে বলতেন, মন্দির গির্জায় দান করা শেরকী কাজ। অথচ এই সাঈদী ২০০১ সালে যখন এমপি। তখন তিনি নিজেও পুজামন্ডবে গেছেন এবং নিজের পকেট থেকে তৎক্ষণিক ৫০ হাজার টাকা অনুদানও দিয়েছেন।

তিনি বলেন, এরা নিজের সুবিধামতন ওয়াজের বয়ানও পরিবর্তন করে ফেলে। তারিক মনোয়ার এক মাহফিলে বললেন, তিনি নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি ইংলিশ প্রিমিয়াম লীগও খেলেছে। ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। আরেক মাওলানা ইব্রাহিম; তার নাকি করোনা ভাইরাসের সাথে দেখা হয়েছে কথা হয়েছে। সে ওষুধের ফর্মুলাও দিলো। আমার প্রশ্ন হলো এসব মিথ্যাচার করে কোন নৈতিকতা শেখাচ্ছে এরা ? এদের কাছ থেকে সাধারণ মানুষ কি শিখবে? সৎ কাজ করলে আল্লাহ তায়ালা কি পুরস্কৃত করবেন সেটার ব্যাখ্যা তারা কিন্তু তাদের ওয়াজে করে না। আরেকজন আছে আমির হামজা। একের পর এক উদ্ভট ব্যাখ্যা নিয়ে জাতির সামনে হাজির হয়। আপনারা আসলে কোন ইসলাম কায়েম করছেন?

news24bd.tv

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বলেন, আপনারা যে ইসলামের কথা বলছেন সেটা মওদুদীপন্থী ইসলাম। আপনারা সৌদি আরব, মিশর, তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়ায় গিয়ে দেখেন, সব দেশে ভাস্কর্য আছে। ইরানে তো এমন কোনো শহর নেই যেখানে ভাস্কর্য নেই। ‘৪৭ এর ইসলাম কায়েমের চেষ্টা এখানে চলবে না। পাকিস্তানেও অসংখ্য ভাস্কর্য আছে।

তিনি বলেন, ইসলাম অন্তরের ধর্ম। হেফাজত ইসলাম এখানে রাজনীতি করছে ইসলাম রক্ষার নামে। ইসলামকে হেফাজতের জন্য কোনো হেফাজত ইসলামের দরকার নেই। সর্বশক্তিমান মহান আল্লাহ তায়ালা স্বয়ং ইসলামের হেফাজত কর্তা।

হানিফ আরো বলেন, বঙ্গবন্ধু কখনো কোনো হঠকারী সিদ্ধান্ত নেননি। গোটা জাতিকে একত্রিত করে, জনগণের ম্যান্ডেট নিয়েই ‘৭১ এর ৭ই মার্চ তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। যে চারটি মূলনীতির উপর ভিত্তি করে তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন তার অন্যতম ছিল ‘ধর্মনিরপেক্ষতা’। ধর্মনিরপেক্ষতা মানে কিন্তু ধর্মহীনতা নয়। যার যার ধর্ম সেই সেই পালন করবে। আমাদের নবী করীম (সা.) ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে নির্দেশ দিয়েছেন। আমরা তো এটা বলতে পারি না, আল্লাহ পাক শুধু আমাদেরই সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের আলোকে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়।

তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে এই গোষ্ঠী আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলো। ইসলামে কোনো ‌অনাচার অবিচারের জায়গা নেই। এরা রাজাকার আলবদর বাহিনী তৈরি করেছিলো ধর্মের অপব্যাখ্যা দিয়ে। নির্বিচারে গণহত্যা চালিয়েছিলো। ফতোয়া দিয়েছিলো নারীরা গণিমতের মাল। এদেরকে ভোগ করা জায়েজ। এই গোষ্ঠী কখনোই স্বাধীনতা মেনে নিতে পারেনি। বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে তাদের আপত্তি কিন্তু কায়েদে আজম মোহম্মদ আলী জিন্নাহ জাতির পিতা মানতে তাদের কোনো অসুবিধা হয়নি।

আলেমদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমার আলেম ভাইদেরকে বলছি, আপনাদেরকে ভুল বুঝিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখছে এই দৃর্বত্তরা। আপনারা চোখ-কান খোলা রাখুন। আসল আর নকলের পার্থক্য বুঝতে পারবেন। শান্তির ধর্ম ইসলামের নামে কোন নৈরাজ্য, অশান্তি কায়েম করার চেষ্টা করবেন না। এদেরকে প্রতিহত করার এখনই সময়।

আরও পড়ুন: প্রতিটি মাদরাসায় জাতীয় সঙ্গীত গাইতে হবে: হানিফ

রাজৈর পৌর নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

‘আমরা স্বাধীন, সংবিধান অনুযায়ী দেশ চলে, ফতোয়ায় নয়’

মাহবুবউল আলম হানিফ প্রশ্ন করেন, মাদরাসার শিক্ষকরা এখন বলাৎকারের অভিযোগে অভিযুক্ত হচ্ছে। তাদের নৈতিকতা কোথায়?

তিনি বলেন, পোষাকে নয় ইসলামকে ধারণ করতে হবে অন্তরে। পাকিস্তানপন্থী ইসলাম নয়; নবী করীম (সা.) এর ইসলাম কায়েম করতে হবে। ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। ধর্মের সঠিক চর্চা, সততা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। তবেই প্রকৃত ইসলাম কায়েম হবে। এই সমস্ত অপ্রাসঙ্গিক, অযৌক্তিক, কল্পকাহিনী নির্ভর ওয়াজ মাহফিলে ইসলামের কোনো লাভ হবে না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ইসলামের জীবনবিধানগুলো সঠিকভাবে অনুসরণ করলে ইহকালের পথ সুন্দর হয় এবং সেই পথ ধরে পরকালেও বেহেশতের রাস্তা সুগম হয়।

আরও পড়ুন: ঈদের দিন কারাগারে যা খেলেন সাঈদী-বাবর

সাঈদীর জানাজায় লাখো মানুষ

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর