আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরতে হবে: জারিফ

আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরতে হবে: জারিফ

অনলাইন ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসতে আমেরিকা বাধ্য কিন্তু এ দেশটিকে অবশ্যই তার দায়িত্ব পরিপূর্ণ করার মধ্যদিয়ে সমঝোতায় নতুন করে যোগ দেয়ার অধিকার অর্জন করতে হবে।

তেহরানভিত্তিক আরমান মিডিয়া কালচার ইনস্টিটিউটকে দেয়া এক সাক্ষাৎকারে জারিফ আরো বলেন, বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন যে, পরমাণু সমঝোতা ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানের যেন বিরাট বড় অর্জন। জারিফের সাক্ষাৎকার গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।


আরও পড়ুন: আমিরাতের কাছে অস্ত্র বিক্রি: শেষ পর্যন্ত সফল ট্রাম্প


জারিফ বলেন, যদিও আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে তবে জাতিসংঘ সনদের ২৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তারা এই সমঝোতা বাস্তবায়নের পথে বাঁধা দিতে পারে না।

জারিফ বলেন, যেহেতু অ্যামেরিকা এই সমঝোতার একটি সদস্য সে ক্ষেত্রে তাদেরকে সদস্যপদের শর্ত পূরণ করতে হবে। পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার বিষয়ে ইরান একেবারেই উদার কিন্তু আমেরিকাকে প্রতিশ্রুতি পূরণ করে ফিরে আসার অধিকার অর্জন করতে হবে।

news24bd.tv আহমেদ