ফরিদপুরে কামাল ইবনে ইউসুফের জানাজা বাদ জুমা

ফরিদপুরে কামাল ইবনে ইউসুফের জানাজা বাদ জুমা

অনলাইন ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের নামাজে জানাজা আজ শুক্রবার (১১ ডিসেম্বর) বাদ জুমা ফরিদপুরে অনুষ্ঠিত হবে।

শহরের রাজেন্দ্র কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফের জানাজা করার অনুমতি প্রশাসন দেয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে তার লাশবাহী অ্যাম্বুলেন্স ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। আজ জানাজা শেষে বিকাল ৩টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বুধবার বেলা ১টার দিকে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান ৫ বারের সাবেক সংসদ সদস্য কামাল ইবনে ইউসুফ।

ওই দিন বাদ এশা গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা শেষে তার লাশ ঢাকার বসুন্ধরার বাসভবনে রাখা হয়।

সেখান থেকে বৃহস্পতিবার রাতে তার লাশ ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে এসে পৌঁছলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন:


তরুণীকে বিয়ে করায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির জামিন

ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ ডাউন

খালেদা-তারেক ও ফখরুলের বিরুদ্ধে করা মামলাও নেননি আদালত

নুরকে হত্যাচেষ্টা, কৌশলে প্রাণে বেঁচে গিয়ে থানায়

চলন্ত ট্রেনে যৌন হয়রানির শিকার ৩ নারী ডাক্তার

পাকিস্তানের ভেতর হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ভারত

ইরাকে ব্রিটিশ সেনাদের যুদ্ধাপরাধের তদন্ত থেকে সরল আইসিসি


news24bd.tv কামরুল