অযত্নে অবহেলায় নিশ্চিহ্ন হচ্ছে বধ্যভুমি (ভিডিও সহ)

রেজাউল করিম মানিক, বাবুল আখতার রানা

অযত্নে অবহেলায় নিশ্চিহ্ন হচ্ছে রংপুর ও নওগাঁর বধ্যভুমিগুলো। এসব বধ্যভূমিতে স্মৃতিফলক ও সীমানাপ্রাচীর না থাকায় সারা বছরই এসব বধ্যভূমি ও গণকবর ঝোঁপঝাড়ে ভরে থাকে। স্বাধীনতার ৪৯ বছরেও প্রশাসন বধ্যভূমি সংরক্ষণে কোন উদ্যোগ না নেয়ায় ক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা।

সংরক্ষণের অভাবে হারাতে বসেছে রংপুরের অধিকাংশ বধ্যভূমি।

নির্দিষ্ট দুই একটি দিন ছাড়া সারাবছর বধ্যভূমিগুলো থাকে মাদকসেবীদের দখলে। এ ছাড়া নামফলক ও যুদ্ধে স্থানীয় শহীদদের নামও উল্লেখ নেই বেশিরভাগ বধ্যভূমিতে।  

এ কারণে বধ্যভূমিগুলোর ইতিহাসও জানেন না অনেকে। তবে বধ্যভুমি সংরক্ষণে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা।

একই চিত্র নওগাঁয়। অযত্ন আর অবহেলায় নিশ্চিহ্ন হচ্ছে নওগাঁর আতাইকুলা গ্রামের ৫২ শহীদের বধ্যভুমি। পাঁচ বছর আগে প্রধানমন্ত্রী এ বধ্যভুমি সংরক্ষনের নির্দেশনা দিলেও আজও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষুদ্ধ মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করা হচ্ছে।  

গণপূর্ত বিভাগকে জমি অধিগ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। নওগাঁর আতাইকুলা গ্রামের ৫২ শহীদের বধ্যভুমি দ্রুত সংরক্ষন ও স্মৃতিসৌধ নির্মাণের জন্য সব ধরনের উদ্যোগ নিবে প্রশাসন এমন প্রত্যাশা স্থানীয়দের।

আরও পড়ুন:


পুলওয়ামায় এনকাউন্টারে তিন জঙ্গি নিহত

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন মরক্কোর

হাসপাতালের জানালার কার্নিশ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

সালমার নতুন গান 'অন্তঃপুরে'


news24bd.tv কামরুল