করোনা সনদ না থাকায় শাহজালালে মালদ্বীপ এয়ারলাইন্সকে জরিমানা

করোনা সনদ না থাকায় শাহজালালে মালদ্বীপ এয়ারলাইন্সকে জরিমানা

অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল বিমানবন্দরে মালদ্বীপ এয়ারলাইন্সকে ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত। করোনার নেগেটিভ সনদ ছাড়া ১২৮ জন যাত্রীকে নিয়ে আসায় জরিমানা করা হয়। শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে কিউ-২ ফ্লাইটকে এ জরিমানা করা হয়।

শাহজালাল বিমানবন্দরে মালদ্বীপ এয়ারলাইন্সের কিউ-২ ফ্লাইটে যাত্রী আসেন ২শ’ জন।

তাদের মধ্যে ৮২ জনের করোনা নেগেটিভ সনদ থাকলেও বাকি ১২৮ জনের ছিল না। সনদ না থাকা যাত্রীদের উত্তরা দিয়াবাড়ির কোয়ারেন্টাইন সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সনদ ছাড়া যাত্রী পরিবহন করার দায়ে এয়ারলাইন্সটিকে যাত্রীপ্রতি ২ হাজার টাকা করে জরিমানা করে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত।

দেবর-ভাবির পরকীয়া, প্রেমের ছলে হাত-পা বেঁধে খুন

করোনার স্বাস্থ্যবিধি এবং সিভিল এভিয়েশনের নির্দেশনা না মেনে কোভিড-১৯ নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহন করে আসছিল বেশ কয়েকটি এয়ারলাইন্স।

শনিবার (৫ ডিসেম্বর) থেকে শুক্রবার (১১ ডিসেম্বর) পর্যন্ত মোট ৯৮০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর