ড্রেনে পড়ে কবি বাসিতের মৃত্যু নিয়ে তদন্ত কমিটি

ড্রেনে পড়ে কবি বাসিতের মৃত্যু নিয়ে তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন একটি অরক্ষিত ড্রেনে পড়ার পর পেটে রড ঢুকে কবি ও ছড়াকার আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিকের পক্ষ থেকে গঠিত এই কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কবি আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনায় আমরা সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি।

কমিটির অপর দুই সদস্য হলেন- সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও পরিচ্ছন্ন শাখার কর্মকর্তা হানিফুর রহমান।

বিধায়ক রায় চৌধুরী আরও বলেন, ড্রেন নির্মাণের ক্ষেত্রে কারও কোনো গাফিলতি আছে কি-না, তা তদন্ত করে দেখবে কমিটি। তিন কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন দেবে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ১১ ফুট উঁচু বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ

দরজা ভেঙে বের করা হলো বলিউড অভিনেত্রীর রক্তাক্ত মরদেহ

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানায় হুরায়রা ম্যানশনের সামনে সিসিকের নির্মাণাধীন ড্রেন পার হতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান কবি আবদুল বাসিত মোহাম্মদ।

এতে তার পেটে রড ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে কবি বাসিত মারা যান।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর